ভাঙ্গাগড়ার খেলা
ছিল সমুদ্র, ছিল বালির ঘর
একটা নয় , অনেকগুলো ।
রোজ সকালে একটা করে
ঘর গড়তাম,
বিকালে জোয়ার এসে
সে -ঘর ভেঙ্গে ভাসিয়ে নিয়ে যেতো ।
আবার গড়তাম , --- আবার ----
রোজ ভাঙ্গা, রোজ গড়া
এই ভাঙ্গাগড়ার খেলায়
আমার সঙ্গী ছিলনা কোনো ।
কেন?
কারণ তারা অনেক আগেই
সাগর ছেড়ে চলে গেছে
শহরে ---উপকুলে।
শুধু আমাকেই ফেলে গেছে
এই সাগর-বেলায়
তাদের উপহাসের এই
ভাঙ্গাগড়ার খেলায় ।
No comments:
Post a Comment