Subscribe in a reader GAN KOBITA NATOK: June 2018

Friday, 29 June 2018

অপহৃতা (AWPOHRITA)

অপহৃতা 
আমি একদা ছিলাম আমাতেই...
কেবল আয়না ছিল সঙ্গী ।
কে যে আমায় ডাকল 
লক্ষ্ণণ - রেখার ওপার থেকে 
প্রলোভনের   হাতছানিতে!
মুহূর্তে ভুলে গেলাম
আমি প্রতিজ্ঞা করেছিলাম 
কখনও  অপহৃতা  হবোনা... 
এইতো এখন আমি বন্দিনী
চিরকালের জন্য ...
আমাকে আমার অপহরণকারী  
বেঁধে রেখেছে 
অজস্র স্বর্ণালংকারের বাঁধনে...।

তবু (TOBU)

তবু  (TOBU)


আমার মা আমাকে স্কুলে পৌঁছে দিয়ে 
চলে গেছে ...আর আসেনি।
হয়ত আমার চেয়েও আরও ভালো কিছু
পেয়ে গেছে আমার মা ।।
আমি তাই সিঁড়ির ওপর বসে
চোখের জলে অপেক্ষা করছি 
যদিও জানি, আমাকে কেউ 
নিতে আসবেনা আর...
তবু ... 

Tuesday, 26 June 2018

রাত (RAAT)


রাত (RAAT)

 ঘুমজাগা রাতে
 তার  পায়ের শব্দ
সিঁড়ি - সিঁড়ি -সিঁড়ি ---
পরপর পেরিয়ে 
আসে আর যায়  
আমার মন 
জাগা আর ঘুমের
মাঝখানে তাকে
কেবলই হারিয়ে 
নিজেকে কাঁদায় ।

Thursday, 21 June 2018

আড়াল (AARHAAL)


আড়াল (AARHAAL)


তুমি যেন কোনও এক উৎসবের দেশে 
আলো - ঝলমল পরিবেশে 
রয়েছ মুরতি হয়ে ।
ছোঁয়া - ধরার অনেক অন্তরালে ...
তোমার মুখের ঐ মৃদু হাসি
আর কারো কাছে না হোক 
আমার কাছে সে অন্তত 
গভীর বার্তাবহ ।

আমি তাই 

মনের ক্যামেরাটুকু মাত্র সম্বল করে
তোমার হাসির ঐ 
ভুবন - ভোলানো আলো 
যতনে সাজিয়ে রাখি
স্বপনের মণিকোঠার 
অনাবিল সাম্রাজ্যে... 

Saturday, 16 June 2018

বার্তা (BARTA)

   

 বার্তা (BARTA)

গাছের ডালে এক বসন্তবৌরি 
ক্রমাগত সূর্য মেপে চলেছে
কবে বৃষ্টি নামবে ... 
প্রতীক্ষায় শীর্ণা মৃত্তিকা ---
চোখের পাতা নড়ে না তার, 
প্রার্থনায় ঋজু দেহ 
নুয়ে পড়ে বৃথা অনুনয়ে --

এসো এসো এই বিফল মরুর দেশে 
সজলা সফলা করো ..
এই পত্রখানি তাকে  পৌঁছে দিও
যথা সময়ে , যথা নিয়মে,
অনেক দেরি হবার আগে ...

Monday, 11 June 2018

ণীল (NEEL)


নীল

সে ছিল এক নীল ঘর...
নীল আলো  নীল অন্ধকার --- 
ছিল না গান, ছিল না কথা 
শুধু শেষের তুলির টানে 
নীল চোখ আঁকা ছিল
দেওয়ালের পরিসর জুড়ে ।
সেই চোখ কবে কোন 
গভীর স্বপ্নের ঘোরে 
হয়ত তুমি দেখেছিলে...

Friday, 1 June 2018

ইলিশ (ILiSH)






                ইলিশ
এতদিন কোথায় ছিলিস?