আড়াল (AARHAAL)
তুমি যেন কোনও এক উৎসবের দেশে
আলো - ঝলমল পরিবেশে
রয়েছ মুরতি হয়ে ।
ছোঁয়া - ধরার অনেক অন্তরালে ...
তোমার মুখের ঐ মৃদু হাসি
আর কারো কাছে না হোক
আমার কাছে সে অন্তত
গভীর বার্তাবহ ।
আমি তাই
মনের ক্যামেরাটুকু মাত্র সম্বল করে
তোমার হাসির ঐ
ভুবন - ভোলানো আলো
যতনে সাজিয়ে রাখি
স্বপনের মণিকোঠার
অনাবিল সাম্রাজ্যে...
No comments:
Post a Comment