মননশীলা তোমাকে হতে হবেনা
বরং তুমি হও উদাসীনা ।
হে ব্রীড়ানম্রা বধূবেশিনী
তোমাকে যেন এবার চিনি
গভীর নির্লিপ্ততায়
সচেতন উদাসীনতায়
যেখানে ব্যথার তন্ত্রী ঢাকা পড়ে যায়
মৃদু স্নিগ্ধ মধুরতায়
যেন দেখেও দেখতে না পাও
সংসার কেমন শাঁখের করাত
দুদিক দিয়েই তার গতায়াত
তুমি কখনও সে পথে যেতে
তোমার রুধিরাপ্লুত পায়ের ক্ষত
মাটিকে যেন না করে রঞ্জিত
তুমি শুধু যন্ত্রণা কে অতিক্রম করে
তোমার রক্তাধর আরও রঙ্গীন করে নাও
উদাসীনা হও ...শুধুই উদাসিনা হও ...
বরং তুমি হও উদাসীনা ।
হে ব্রীড়ানম্রা বধূবেশিনী
তোমাকে যেন এবার চিনি
গভীর নির্লিপ্ততায়
সচেতন উদাসীনতায়
যেখানে ব্যথার তন্ত্রী ঢাকা পড়ে যায়
মৃদু স্নিগ্ধ মধুরতায়
যেন দেখেও দেখতে না পাও
সংসার কেমন শাঁখের করাত
দুদিক দিয়েই তার গতায়াত
তুমি কখনও সে পথে যেতে
তোমার রুধিরাপ্লুত পায়ের ক্ষত
মাটিকে যেন না করে রঞ্জিত
তুমি শুধু যন্ত্রণা কে অতিক্রম করে
তোমার রক্তাধর আরও রঙ্গীন করে নাও
উদাসীনা হও ...শুধুই উদাসিনা হও ...
No comments:
Post a Comment