Subscribe in a reader GAN KOBITA NATOK: 2023

Friday, 19 May 2023

খাঁচা (KHNACHA)

 এক খাঁচা পাখি ছিল,

পুষেছিলাম , দানাপানি দিয়ে,

দিনে রাতে ওদের কলকাকলি

মেটাতো আমার ওড়বার সাধ

সুদূর নীল আসমানে ।

ওদের ডানার ঝাপটানিতে

আরো জানান দিতো আমার স্থবিরতা

আমার খোলা খাঁচাতে

আমি তো বন্দী ওদের চেয়ে বেশি !

তাই খুলে দিলাম  খাঁচা ,

উড়ে গেল যতেক শতেক পাখি

রইল পড়ে একলা  খাঁচা টুকু

দুহাত মেলে 

আলিঙ্গনের বিফল প্রচেষ্টায়


Saturday, 6 May 2023

মরণ (MAWRON)

 
মরণ (MAWRON)




মরণ যখন ডাকে 
চাঁদের গায়ে মেঘের চাদর 
বৃষ্টি ভেজা সুখের আদর
এসব ভুলে পথের নেশায়
জীবন কদম রাখে । 


তোমায় দেখতে চেয়ে
একলা চলার পথটি ধরে 
চলছি জীবন সাঙ্গ করে
সিদূরকাঠির বৃন্ত 'পরে
সীমন্ত - পথ বেয়ে ।









            

Saturday, 18 February 2023

দাবানল

 পাতাকে বলেছি ' ঝরো '...

' এখনো সময় হয়নি আমার  

 বলেছে পত্রালিকা ।

'তাহলে জ্বলেই মরো,

তোমার জন্য আছে লেলিহান

ঘোর দাবানল - শিখা !'

Thursday, 16 February 2023

 আমি চশমা-ছাড়া চোখে

আকাশ -পাতাল খুঁজেছিলাম তোকে ।।

পেলাম যখন খুঁজে

তখন দুচোখ বুজে

হারিয়ে গেলি স্বপ্ন - মায়া -লোকে ।।



Monday, 23 January 2023

প্রতিবসন্ত

 অন্তিম বসন্তের মাদক হাতছানিতে তারা কিন্তু সবাই ছিলনা শামিল .

দখিন হাওয়াকে তারা স্বাগত জানালেও

সেটুকু ছিল অতি সন্তর্পণে সীমায়িত কোনো রাগিণীর মূর্ছনায় !

সেখানে দৈবী ছন্দের ছিলনা কোনও প্রতিফলন ।

সুর ছিল কি ? তা ছিল ---কিন্তু সে আরো কোনো সুরলোকের আমানত হিসাবে...

সেটুকু পাথেয় করে তারা এগিয়ে গেছে

আগামী বসন্তের অদেখা ফুলবীথির পদপ্রান্তে ।