এক খাঁচা পাখি ছিল,
পুষেছিলাম , দানাপানি দিয়ে,
দিনে রাতে ওদের কলকাকলি
মেটাতো আমার ওড়বার সাধ
সুদূর নীল আসমানে ।
ওদের ডানার ঝাপটানিতে
আরো জানান দিতো আমার স্থবিরতা
আমার খোলা খাঁচাতে
আমি তো বন্দী ওদের চেয়ে বেশি !
তাই খুলে দিলাম খাঁচা ,
উড়ে গেল যতেক শতেক পাখি
রইল পড়ে একলা খাঁচা টুকু
দুহাত মেলে
আলিঙ্গনের বিফল প্রচেষ্টায়
No comments:
Post a Comment