Subscribe in a reader GAN KOBITA NATOK: May 2023

Friday, 19 May 2023

খাঁচা (KHNACHA)

 এক খাঁচা পাখি ছিল,

পুষেছিলাম , দানাপানি দিয়ে,

দিনে রাতে ওদের কলকাকলি

মেটাতো আমার ওড়বার সাধ

সুদূর নীল আসমানে ।

ওদের ডানার ঝাপটানিতে

আরো জানান দিতো আমার স্থবিরতা

আমার খোলা খাঁচাতে

আমি তো বন্দী ওদের চেয়ে বেশি !

তাই খুলে দিলাম  খাঁচা ,

উড়ে গেল যতেক শতেক পাখি

রইল পড়ে একলা  খাঁচা টুকু

দুহাত মেলে 

আলিঙ্গনের বিফল প্রচেষ্টায়


Saturday, 6 May 2023

মরণ (MAWRON)

 
মরণ (MAWRON)




মরণ যখন ডাকে 
চাঁদের গায়ে মেঘের চাদর 
বৃষ্টি ভেজা সুখের আদর
এসব ভুলে পথের নেশায়
জীবন কদম রাখে । 


তোমায় দেখতে চেয়ে
একলা চলার পথটি ধরে 
চলছি জীবন সাঙ্গ করে
সিদূরকাঠির বৃন্ত 'পরে
সীমন্ত - পথ বেয়ে ।