Subscribe in a reader GAN KOBITA NATOK

Saturday, 3 May 2025

 বাঁক (BNAAK)

একটি নদী যাচ্ছিল সাগরে মিলতে
হঠাৎ কেন বাঁক ফিরল ?
গতজন্মের কোনও হাতছানি কি
তাকে পিছনে ফিরিয়ে আনল?
আমারও একটা গল্প ছিল
তোমায় বলব বলব করে
দিন চলে গেল
আর বলাই হলোনা
আজ সেই হারিয়ে যাওয়া
নদীর বাঁকে হয়তো
তা লেখা রয়েছে ...
পড়ে দেখার অনুরোধ
রেখে গেলাম।

No comments:

Post a Comment