বাঁক (BNAAK)
একটি নদী যাচ্ছিল সাগরে মিলতে
হঠাৎ কেন বাঁক ফিরল ?
তাকে পিছনে ফিরিয়ে আনল?
আমারও একটা গল্প ছিল
তোমায় বলব বলব করে
দিন চলে গেল
আর বলাই হলোনা
আজ সেই হারিয়ে যাওয়া
নদীর বাঁকে হয়তো
তা লেখা রয়েছে ...
পড়ে দেখার অনুরোধ
জল
জল চাইছি এক গেলাস,
একটি গেলাস জল চাই
অন্য় কোনো পানীয় চাইনে
বিশুদ্ধ জল....জল নাই ?
আকন্ঠ এই তৃষার মাঝে
দিচ্ছ কেন শেরি-শ্য়াম্পেন?
আমি যা চাই বোঝেন নাকি ?
একটি গেলাস জল আনবেন
প্রবল তৃষায় জল খুঁজছি
চোখের পাতা ভিজে যে তাই
একটি গেলাস জল চেয়েছি
জলের কোনো বিকল্প নাই।
এক খাঁচা পাখি ছিল,
পুষেছিলাম , দানাপানি দিয়ে,
দিনে রাতে ওদের কলকাকলি
মেটাতো আমার ওড়বার সাধ
সুদূর নীল আসমানে ।
ওদের ডানার ঝাপটানিতে
আরো জানান দিতো আমার স্থবিরতা
আমার খোলা খাঁচাতে
আমি তো বন্দী ওদের চেয়ে বেশি !
তাই খুলে দিলাম খাঁচা ,
উড়ে গেল যতেক শতেক পাখি
রইল পড়ে একলা খাঁচা টুকু
দুহাত মেলে
আলিঙ্গনের বিফল প্রচেষ্টায়
পাতাকে বলেছি ' ঝরো '...
' এখনো সময় হয়নি আমার
বলেছে পত্রালিকা ।
'তাহলে জ্বলেই মরো,
তোমার জন্য আছে লেলিহান
ঘোর দাবানল - শিখা !'