Subscribe in a reader GAN KOBITA NATOK

Saturday, 3 May 2025

 বাঁক (BNAAK)

একটি নদী যাচ্ছিল সাগরে মিলতে
হঠাৎ কেন বাঁক ফিরল ?
গতজন্মের কোনও হাতছানি কি
তাকে পিছনে ফিরিয়ে আনল?
আমারও একটা গল্প ছিল
তোমায় বলব বলব করে
দিন চলে গেল
আর বলাই হলোনা
আজ সেই হারিয়ে যাওয়া
নদীর বাঁকে হয়তো
তা লেখা রয়েছে ...
পড়ে দেখার অনুরোধ
রেখে গেলাম।

Wednesday, 16 April 2025

আপেল (APPLE)

                         আপেল - বাহার

 
          আপেল দিলাম উপহার
টুকটুকে লাল, সদা-বাহার
সুস্বাদেতে ভরুক জীবন,
সুন্দর হোক ছন্দ তার ।।





Friday, 27 September 2024

জল (JOL)


জল

জল চাইছি এক গেলাস,

একটি গেলাস জল চাই

অন্য় কোনো পানীয় চাইনে

বিশুদ্ধ জল....জল নাই ? 




আকন্ঠ এই তৃষার মাঝে

দিচ্ছ কেন শেরি-শ্য়াম্পেন?

আমি যা চাই বোঝেন নাকি ? 

একটি গেলাস জল আনবেন


প্রবল তৃষায় জল খুঁজছি

 চোখের পাতা ভিজে যে তাই

একটি গেলাস জল চেয়েছি

জলের কোনো বিকল্প নাই।







Saturday, 13 January 2024

ইচ্ছা

গল্প করতে চাই
তোমার  সঙ্গে
গল্প করতে চাই,,,

কিসের গল্প ? রাজারাণীর?
সুখের? দুখের ?
ওঠাপড়ার ?
জানিনা তো?

শুধু জানি--------
গল্প করতে চাই
তোমার  সঙ্গে
গল্প করতে চাই,,,



Friday, 19 May 2023

খাঁচা (KHNACHA)

 এক খাঁচা পাখি ছিল,

পুষেছিলাম , দানাপানি দিয়ে,

দিনে রাতে ওদের কলকাকলি

মেটাতো আমার ওড়বার সাধ

সুদূর নীল আসমানে ।

ওদের ডানার ঝাপটানিতে

আরো জানান দিতো আমার স্থবিরতা

আমার খোলা খাঁচাতে

আমি তো বন্দী ওদের চেয়ে বেশি !

তাই খুলে দিলাম  খাঁচা ,

উড়ে গেল যতেক শতেক পাখি

রইল পড়ে একলা  খাঁচা টুকু

দুহাত মেলে 

আলিঙ্গনের বিফল প্রচেষ্টায়


Saturday, 6 May 2023

মরণ (MAWRON)

 
মরণ (MAWRON)




মরণ যখন ডাকে 
চাঁদের গায়ে মেঘের চাদর 
বৃষ্টি ভেজা সুখের আদর
এসব ভুলে পথের নেশায়
জীবন কদম রাখে । 


তোমায় দেখতে চেয়ে
একলা চলার পথটি ধরে 
চলছি জীবন সাঙ্গ করে
সিদূরকাঠির বৃন্ত 'পরে
সীমন্ত - পথ বেয়ে ।









            

Saturday, 18 February 2023

দাবানল

 পাতাকে বলেছি ' ঝরো '...

' এখনো সময় হয়নি আমার  

 বলেছে পত্রালিকা ।

'তাহলে জ্বলেই মরো,

তোমার জন্য আছে লেলিহান

ঘোর দাবানল - শিখা !'