Subscribe in a reader GAN KOBITA NATOK: January 2014

Friday, 24 January 2014

UTTORADHIKAR উত্তরাধিকার

উত্তরাধিকার

 

আমার মুখাগ্নি হবে যার হাতে

সে পথে পথে ঘুরে

আমার ঠিকানা খুঁজেছিল।

ফিরে যেতে যেতে ঘুরে তাকিয়ে

আমার দুচোখে চোখ রেখে

সে হয়তো বলেছিল

‘আর জন্মে আবার দেখা হবে কিনা জানিনা।

তোমাকে কী বলে ডাকব তাও জানিনা।

তবুও তোমার সাথে নাড়ীর টান

বার বার ছিঁড়ে গেছে

রক্তের বিপরীত স্রোত বেয়ে

দেখা তো হলোনা এজনমে আর,

তাই ফিরে চলে যাবো এই রক্তেরি স্রোতের উজানে।

শুধু তোমার নিথর শবদেহ পোড়ার আগে

একবার, শেষবার শিয়রে দাঁড়াবো এসে ,

অনিবার্য্ উত্তরাধিকারের দায়ে।

এই বলে চলে গেল সে।

তাই মৃত্যুর অপেক্ষায়

এখনও আশায় বেঁচে আছি ------

কবে তার হাতের শলাকায় আগুন বিঁধিয়ে সে

পালন করবে তার চরম ভূমিকা

অনিবার্য উত্তরাধিকারের দায়ে।


Sunday, 19 January 2014

SOHAG সোহাগ

সোহাগ



ছিল কুঁড়েঘর, ছিল প্রাসাদ,

ছিল বিন্দাসপুর খোলা জানালা

জানলা তো নয়, ভাঙা আয়না

আধেক মুখ দেখতাম সকালে,

আধেক মুখ রাতে।


আয়নায় লেগে গেছে  সোহাগের দাগ

এ আমার দ্বিতীয় প্রতিফলন

তার নাম শুধোইনি কোনোদিন।

যদি নিজে এসে সে ধরা দেয়

বিন্দাসপুর জানালা তার জন্য

অবারিত দ্বার ......
 

Friday, 17 January 2014

SAT KODOM সাতকদম


সাতকদম
টলমল পায়ে যখন প্রথম হাঁটলাম
আমার সাথে দুকদম হাঁটলেন মা
আমার সাথে চারকদম হাঁটলেন বাবা।
সেই ছ‘কদম সাতকদম হলো আর একজনের পায়ে
সে তুমি, সে-ই তুমি।
খোড়ো ছাল, মাটির ঘর,
আলপনাতে লখী-মা,
না-পাওয়া চোখেও হাসি  খেলে
এ সুখ কোথাও মেলে না।