Friday, 24 January 2014
Sunday, 19 January 2014
SOHAG সোহাগ
সোহাগ
ছিল
কুঁড়েঘর, ছিল প্রাসাদ,
ছিল
বিন্দাসপুর খোলা জানালা
জানলা
তো নয়, ভাঙা আয়না
আধেক
মুখ দেখতাম সকালে,
আধেক
মুখ রাতে।
আয়নায়
লেগে গেছে সোহাগের দাগ।
এ
আমার দ্বিতীয় প্রতিফলন
তার
নাম শুধোইনি কোনোদিন।
যদি
নিজে এসে সে ধরা দেয়
বিন্দাসপুর
জানালা তার জন্য
অবারিত
দ্বার ......
Friday, 17 January 2014
SAT KODOM সাতকদম
সাতকদম
টলমল
পায়ে যখন প্রথম হাঁটলাম
আমার
সাথে দুকদম হাঁটলেন মা
আমার
সাথে চারকদম হাঁটলেন বাবা।
সেই
ছ‘কদম সাতকদম হলো আর একজনের পায়ে
সে
তুমি, সে-ই তুমি।
খোড়ো
ছাল, মাটির ঘর,
আলপনাতে
লখী-মা,
না-পাওয়া
চোখেও হাসি খেলে
এ
সুখ কোথাও মেলে না।
Subscribe to:
Posts (Atom)