সাতকদম
টলমল
পায়ে যখন প্রথম হাঁটলাম
আমার
সাথে দুকদম হাঁটলেন মা
আমার
সাথে চারকদম হাঁটলেন বাবা।
সেই
ছ‘কদম সাতকদম হলো আর একজনের পায়ে
সে
তুমি, সে-ই তুমি।
খোড়ো
ছাল, মাটির ঘর,
আলপনাতে
লখী-মা,
না-পাওয়া
চোখেও হাসি খেলে
এ
সুখ কোথাও মেলে না।
No comments:
Post a Comment