Subscribe in a reader GAN KOBITA NATOK: SOHAG সোহাগ

Sunday 19 January 2014

SOHAG সোহাগ

সোহাগ



ছিল কুঁড়েঘর, ছিল প্রাসাদ,

ছিল বিন্দাসপুর খোলা জানালা

জানলা তো নয়, ভাঙা আয়না

আধেক মুখ দেখতাম সকালে,

আধেক মুখ রাতে।


আয়নায় লেগে গেছে  সোহাগের দাগ

এ আমার দ্বিতীয় প্রতিফলন

তার নাম শুধোইনি কোনোদিন।

যদি নিজে এসে সে ধরা দেয়

বিন্দাসপুর জানালা তার জন্য

অবারিত দ্বার ......
 

No comments:

Post a Comment