Subscribe in a reader GAN KOBITA NATOK: February 2017

Saturday, 25 February 2017

নোনাজল (NONAJAWL)

নোনাজল 

আমি কোনোদিন 
সমুদ্রে স্নান করিনি 
নুনের পুতুল, সাগরজলে
মিলিয়ে যাবো বলে। 


আমি শুধু সমুদ্রকে

চোখের ভিতর ধরে রেখেছি।


আমি কোনোদিন কাউকে বলিনি

আমার দুচোখে এক সমুদ্র
নোনাজল ।

কেউ জানেনা,
আমার বুকে ঢেউয়ের ওঠাপড়ায়
আমার দুচোখ স্নান করে
সেই সমুদ্রের নোনাজলে।

'আকাশ - লজেন্স ' (AAKASH-LOZENCE)

'আকাশ - লজেন্স '

আকাশটা নীচে নেমে এসে আমায় বলল ,
'কি হয়েছে ?'
আমি  বললাম ,
'মন ভালো নেই।'

'এক পশলা বৃষ্টি দেবো
তাও না?'
'দেবো এক আঁচল জোলো হাওয়া'
'তাও না ।'

'দেবো বাজের হলকা 
তাও না?'

'দেবো ছোটোবেলার 
শিল -কুড়োনো বিকেল
সেই গামছা দিয়ে মোড়া
'আকাশ - লজেন্স '
তাহলে কি মন ভালো হবে?'

আমি হেসে উপরে তাকালাম ----
আকাশটা ছেলেবেলার মতো
বন্ধু হয়ে
আরও নীচে নেমে এলো ......

Saturday, 18 February 2017

লগ্ন (LOGNO)

লগ্ন 

শুভ বিবাহের আসরে 
লগ্ন পেরিয়ে গেলোই যখন
জানলার গরাদ ধরে পথ চেয়ে 
আর তাহলে কিসের প্রতীক্ষা ?



এখন তো আর কিছুই 

হারাবার নেই ----
আছে শুধু এই বিনিদ্র রাত
পার হবার শেষ জীবনপরীক্ষা ।


মধুরাত যদি না-ই আর আসে

কাঁটা - পথ ধরে পায়ে-পায়ে চলা ----
তারাদের আলোটুকু সম্বল করে
ভিক্ষের ঝুলি নুড়ি-পাথরে ভরে তোলা। 

Wednesday, 15 February 2017

প্রতীক্ষা (PROTIKHHA)



 প্রতীক্ষা


তোমার -আমার  নিমন্ত্রণের আসর
এই তো সাজানো বিকেলবেলার লনে
সবুজ-নীলের প্রকৃতি কে
কতোদিন পরে কত কাছ থেকে দেখা !
তুমি চাইলে সবুজটুকু তোমার ....
আমার জন্য রইল পড়ে নীল।


মনে পড়ে সেই নীল চাঁদোয়ার আলো ?



সেই রঙে আজ সাজাবো রাতের আকাশ

তোমার সুরভি মাখিয়ে ...।
পাখিদের ঘরে ফেরার কূজন দিয়ে
ভোরের বাতাস খেলিয়ে দেবো
সেই ঘরের জানালাতে
     
         যে ঘরে
কোনোদিন


তোমার পায়ের পরশই  লাগবে না...



শুধু একটি একলা রাত

চৌকাঠে মিলিয়ে থাকবে
চিরদিনের প্রতীক্ষায় ...।।



Tuesday, 14 February 2017

ভ্যালেনটাইন (VALENTINE)

ভ্যালেনটাইন

তুমি আমার ভ্যালেনটাইন!! 
আছে নাকি এমন আইন 
চিরজীবন আমায় ভালোবাসবে ? 

ঝরবে যখন রূপের গ্ল্যামার 
চুলেতে পাক ধরবে আমার 
তখন তো ভাই “বৃদ্ধা” বলে হাসবে !!

খাতা (KHATA)


Sunday, 5 February 2017

নীল সন্ধ্যে (NEEL SONDHE)


নীল সন্ধ্যে

এক সন্ধ্যে চাঁদের ঘরে কাটিয়ে

মেঘের দলে বাড়ি ফিরছিলাম---
এক সন্ধ্যে  এলোচুলে
জানলা খুলে অধীর অপেক্ষা---
ছিলো না তারা, ছিলো আকাশ, 
ছিলো যাযাবর মেঘের দলে
ভেসে যাওয়া অন্ধকারের 
নীল রঙ ।



সেই নীলরঙা বিষ কিন্তু

অধর ছুঁয়েছিল ----
কখন ?



তা তো জানিনা !

আমি তো আর জাগিনি রাত
আর কারও অপেক্ষায় !