প্রতীক্ষা
তোমার -আমার নিমন্ত্রণের আসর
এই তো সাজানো বিকেলবেলার লনে
সবুজ-নীলের প্রকৃতি কে
কতোদিন পরে কত কাছ থেকে দেখা !
তুমি চাইলে সবুজটুকু তোমার ....
আমার জন্য রইল পড়ে নীল।
মনে পড়ে সেই নীল চাঁদোয়ার আলো ?
সেই রঙে আজ সাজাবো রাতের আকাশ
তোমার সুরভি মাখিয়ে ...।
পাখিদের ঘরে ফেরার কূজন দিয়ে
ভোরের বাতাস খেলিয়ে দেবো
সেই ঘরের জানালাতে
যে ঘরে
কোনোদিন
তোমার পায়ের পরশই লাগবে না...
শুধু একটি একলা রাত
চৌকাঠে মিলিয়ে থাকবে
চিরদিনের প্রতীক্ষায় ...।।
No comments:
Post a Comment