নোনাজল 
আমি কোনোদিন 
সমুদ্রে স্নান করিনি 
নুনের পুতুল, সাগরজলে
মিলিয়ে যাবো বলে। 
আমি শুধু সমুদ্রকে
চোখের ভিতর ধরে রেখেছি।
আমি কোনোদিন কাউকে বলিনি
আমার দুচোখে এক সমুদ্র
নোনাজল ।
কেউ জানেনা,
আমার বুকে ঢেউয়ের ওঠাপড়ায়
আমার দুচোখ স্নান করে
সেই সমুদ্রের নোনাজলে।
 
No comments:
Post a Comment