Subscribe in a reader GAN KOBITA NATOK: May 2019

Thursday, 30 May 2019

আপন (APON)

আপন (APON)

পাহাড় নদী সাগর মরু 
ভ্রমণ যখন শেষ ----------
ভালো লাগার তখন শুরু
নিজের আপন দেশ। 

এই সমতল পাতায় সবুজ
ফুলের রঙে রাঙা,
মেঘের কালো বড়োই অবুঝ,
ঝরে আকাশ - ভাঙা ।

সূর্য ডোবে, রাত্রি আসে
চাঁদের আলো মেখে
আবারও ভোর দেখার আশে 
প্রতীক্ষা যাই রেখে। 

 


Friday, 24 May 2019

ছবি (CHHOBI)

     তবুও যারা কাঁদতে ভালোবাসে 
তাদের চোখের জল অফুরান নদী
সোনালী ভোর, রূপোলী রাত
রঙিন করে সাজিয়ে তোলে 
সাদাকালোর অ-পরশন ছবি । 
সেসব ছবি চাও দেখতে?
গভীর রাতের মায়ায়- মোড়া 
ডুব সাঁতারের দমটুকু ওই
হাতের মুঠোয় ধরে
একলা মনের চোরকুঠুরির ঘরে
পৌঁছে  যাবে অদেখা সেই দেশে ।। 

Friday, 17 May 2019

চোখ (CHOKH)


                                            চোখ 


                                কোনোদিন শুনেছ কি 
    বৃষ্টি - ভেজা তারার কাহিনী?
   দূর আকাশে নয়কো কোথাও 
    কোনও নীহারিকা - পুঞ্জে ...
    জোড়া - পায়রার মতো
    তারা শুক - শারী , তবু
    কখনো  মেলেনি একসাথে ---
    মিলবে কি করে? তারা যে দুটি 
            চোখের         আলোক - ধারা !
    তোমার - আমার , সবাকার চোখে 
     আলো হয়ে জ্বলে , আর
     সুখ - দুঃখের বৃষ্টিতে ভিজে
      কভু কাঁদে,  কভু হাসে! ...

Monday, 6 May 2019

কবিতা (KOBITA)

এ - জীবন এক  ভালোবাসা - ভরা  কবিতা।
           পুষ্পে- পত্রে আঁধারে - আলোতে 
           ঝিক্ -মিক্  দেখো ছবি তার ...