অমরত্ব
আমি জানতাম, তুমি
অমৃত পান করেছিলে,
তিলে তিলে, দিনের পর
দিন ...
তাই চাইলেও তোমার
মৃত্যু নেই ।
কিন্তু যা জানতাম না,
তা হল এই, যে
আমার ভাগের বিষটুকু
মেশানো ছিল ঐ অমৃতে।
তাই
আমাকে তোমার দেওয়া
এই অমরত্বে
এত যন্ত্রণা ...এত ক্লেশ।
Comments
Srirupa Lahiri shared a memory.
osSteptooutleSpmabSefroS 18nsoi aoredetd n3lSd:0r1f PrMma
· Shared with Public
2 Years Ago
Like
No comments:
Post a Comment