Subscribe in a reader GAN KOBITA NATOK: March 2021

Wednesday, 31 March 2021

কাঁটা (KNATA)

 কাঁটা


‘ তুই যদি হোস্ ভালমানুষের পো,
কাঁটাখান খেয়ে মাছখান আমার জন্যে থো’
একথাটা কি আমি তোমায় বলতে পারি?
বলতে পারি ,
‘গোলাপের  কাঁটাটুকু বুকে রেখে ফুলটি আমায় দাও’?
জানিনা।
সারাজীবন কাঁটার ঘায়ে হৃদয়
অশ্রু হয়ে রক্ত ঝরিয়ে গেছে ----
ছায়ার স্বপ্ন বুকে টেনে রৌদ্রের তাপ শুকিয়ে দিয়েছে ঘাম, -----
আপাতত এই জন্মের দিব্বি খেয়ে
জীবনজোড়া যতেক কাঁটা একাই বুকে নিলাম।

Tuesday, 30 March 2021

গলাবন্ধের দাগ (GOLABONDHER DAAG)

 গলাবন্ধের দাগ


তোমার পোষা সারমেয়

গলায় দ্যাখো গলাবন্ধের দাগ

সে যেখানে যায় ,

তোমার হাতে থাকে তার

লাগাম-টানার রাশ

ওই লাগামই কি

তোমাকে তার

ভালোবাসার লক্ষ্মণরেখা?

কখনো তার চোখের ভেতর
অবগাহন করেছো কি?
খুঁজে পাবে ভালোবাসার
গহন অলিন্দ -----
কৃতজ্ঞতায় মাখা ।।

Monday, 22 March 2021

বধূ (BODHU)

 

কম্পমান অধর লালিমা ভুলেছিল
অঞ্জন ভুলেছিল আঁখি 
বিদায় -লগনে ভেবেছিল হিয়া
'এতো প্রেম কোথা রাখি?' 

Thursday, 18 March 2021

খিদে (KHIDE)

 খিদে


হোটেল শের- এ নবাব
নেইকো তারি জবাব
বাইরে থেকে স্রেফ্ শুঁকে যাই
মটন-কারি, কাবাব!
চাকরি ঘেঁটে লাট,
পকেট গড়ের মাঠ---
রাত্রি হলে শেষ, শুতে যাই
ছারপোকাদের খাট।
নেইকো মাথায় ছাতা,
লিখে বেড়াই যা-তা
খিদে পেলেই, ব্যস্ খেতে পাই
খিচুড়ি এক হাতা।
প্যাঁকাটি হাড়-গোড়,
মুখেই কথার তোড়,
দু-হাত দিয়ে তাও পেতে চাই
লাখ-টাকার এক ভোর !!!!

বিদায় (BIDAY)



বিদায় (BIDAY)


 একবারো না ! একবারো না!

তোমার সাথে করবো না আর দেখা !

আজ সিঁড়িটার শেষ ধাপে পা

আজকে আমি যাচ্ছি চলে একা ....


একবারো না ! একবারো না!

হাতছানিতে দেবো না আর সাড়া !

আজ সিঁড়িটার শেষ ধাপে পা

বিদায় নেবার আজকে ভীষণ তাড়া !


একবারো না ! একবারো না!

চাইবো না আর কক্খনো মুখ তুলে !

আজ সিঁড়িটার শেষ ধাপে পা

পারলে তুমি আমাকে যেও ভুলে !


 










Sunday, 14 March 2021

বিষকৌটো (VISHKOUTO)


বিষকৌটো (VISHKOUTO)


 রঙ- চঙে এক জাফরি  - কাটা কৌটো ছিলো

সেদিন আকাশ শান্তিজলে ধৌত ছিলো .,,

জন্ম ছিলো শুভলগ্নে, জীবন ছিলো নির্ভেজাল,

আঁটোসাঁটো সেই পরিবার যৌথ ছিলো ।

সবার মনে অসীম সুখের সৌধ ছিলো।


এক সকালে জানতে পেলাম, কৌটোটা সেই ---

দেরাজখানা শূন্য়, খালি , কৌটো তো নেই!


জানতে পেলাম ,সে কৌটোতে গরল ছিলো ।

তাও তো তখন  জীবন - রেখা সরল ছিলো

তাই প্রয়োজন ছিলো না তার সেসব দিনে,

স্বপ্ন দেখার দিন ছিলো সেই, কষ্ট বিনে ।


ভাবিনি তো আজ তাহারে স্মরণ করে

অঝোর ধারে কাঁদতে হবে পথের 'পরে

একলা বসে আজকে জীবন -নদীর তীরে

হারিয়ে- যাওয়া বিষকৌটো চাইবো ফিরে ।