Subscribe in a reader GAN KOBITA NATOK: বিষকৌটো (VISHKOUTO)

Sunday 14 March 2021

বিষকৌটো (VISHKOUTO)


বিষকৌটো (VISHKOUTO)


 রঙ- চঙে এক জাফরি  - কাটা কৌটো ছিলো

সেদিন আকাশ শান্তিজলে ধৌত ছিলো .,,

জন্ম ছিলো শুভলগ্নে, জীবন ছিলো নির্ভেজাল,

আঁটোসাঁটো সেই পরিবার যৌথ ছিলো ।

সবার মনে অসীম সুখের সৌধ ছিলো।


এক সকালে জানতে পেলাম, কৌটোটা সেই ---

দেরাজখানা শূন্য়, খালি , কৌটো তো নেই!


জানতে পেলাম ,সে কৌটোতে গরল ছিলো ।

তাও তো তখন  জীবন - রেখা সরল ছিলো

তাই প্রয়োজন ছিলো না তার সেসব দিনে,

স্বপ্ন দেখার দিন ছিলো সেই, কষ্ট বিনে ।


ভাবিনি তো আজ তাহারে স্মরণ করে

অঝোর ধারে কাঁদতে হবে পথের 'পরে

একলা বসে আজকে জীবন -নদীর তীরে

হারিয়ে- যাওয়া বিষকৌটো চাইবো ফিরে ।






No comments:

Post a Comment