গলাবন্ধের দাগ
তোমার পোষা সারমেয়
গলায় দ্যাখো গলাবন্ধের দাগ 
সে যেখানে যায় ,
তোমার হাতে থাকে তার 
লাগাম-টানার রাশ 
ওই লাগামই কি 
তোমাকে তার 
ভালোবাসার লক্ষ্মণরেখা?
কখনো তার চোখের ভেতর
অবগাহন করেছো কি?
খুঁজে পাবে ভালোবাসার
গহন অলিন্দ -----
কৃতজ্ঞতায় মাখা ।।
 
No comments:
Post a Comment