Subscribe in a reader GAN KOBITA NATOK: 2017

Sunday, 31 December 2017

শ্বেত- কপোত ( SWET-KAWPOT)

             





শ্বেত- কপোত


একটি পাখির পালক, 
আমার বছর শুরুর শপথ,
উড়তে উড়তে ফেলে গিয়েছিল
শান্তির শ্বেত- কপোত ....

২০১৭ (2017)





        ২০১৭ (2017)


      আমি  তাকে বলেছিলাম
' যাবার আগে একখানা গল্প বলে যাও ।'
আজ তার গল্প বলার শেষ দিন ।

চন্দ্রমা (CHAWNDROMA)




             


একটিমাত্র চাঁদের 
চন্দ্রমা সম্বল করে
সারারাত ধরে পৃথিবী
হেসেই চলেছে ...
     

Tuesday, 26 December 2017

ক্রিসমাস ( CHRISTMAS)



তোমার গেলাস ছুঁলো আমার গেলাস
আজ কোনো বাধা নেই, আজ ক্রিসমাস ।।

Sunday, 24 December 2017

ঝড়ের পাখি (JHAWRER PAAKHI)


ঝড়ের পাখি (JHAWRER PAAKHI)


ঝড়ের মুখে হারিয়ে দুটি ডানা
পাখির এবার বাসায় ফেরাও মানা... 

Friday, 22 December 2017

মনের কথা ( MONER KAWTHA)

         


এসেছি এক সরাইখানা
দু'দিন পরে যাবো চলে 
কি হবে আর ভালোবাসায়
মনের কথা তোমায় বলে? 

বাদল ( BAADOL)




           বাদল হয়ে ঝরার দিনে 
          চোখের  পলক নিলে চিনে...       

Thursday, 21 December 2017

কল্পনা (KALPANA)

কল্পনাতে তুমি যবে ছিলে 
রামধনু ছিল আকাশের নীলে ...


Monday, 4 December 2017

সুখ (SUKH)




              সুখ

তোমার -আমার সুখ সইল না 
হল তোমায় -আমায় চেনাশোনা
তুমি দাম দিলে ষোলোআনা 
তবু সুবাতাস বইল না 

অজাগতিক (AUJAGOTIK)




            অজাগতিক

     আমি সাগরে শয়ন পেতেছি 
     উতলা ঢেউ আমার শিথান
     দুচোখের ওই কয়েক ফোঁটা
        শিশিরের  খবর কে রাখে?   

Sunday, 3 December 2017

আকাশ ,তুমি ( AKAASH< TUMI)


আকাশ ,তুমি...

আকাশ , তোমার বয়স কত হল? 
অনেক বুঝি? তবে এবার বলো
তুমি নাকি বরাবরই ছিলে এমন নীল?
চন্দ্র সূর্য তারাতে ঝিলমিল?





অতল (AWTOL)



অতল 



              বান ডেকেছে নদীতে! 
এক মানুষ জল! 
ডুবে যাচ্ছি--- ডুবে যাচ্ছি
অতলে যাচ্ছি তলিয়ে
জানিনা বাঁচাবে কে?
সে কোন অপারে ----- আছে ওপারে
কবে আসবে আশানৌকো চালিয়ে? 

আছি (AACHHI)











আছি
ভালো আছি, ভুলে আছি
গ্রীবাভঙ্গীর 
সম্মানে -অসম্মানে আছি
তুমি?
তুমিও আছো তো?
থেকো 
আমার ভুলে -যাওয়া,
ভালো -চাওয়ার জোয়ারভাঁটায় 
ডুবে-ভেসে
যে কটা দিন
এই  চাঁদসূর্যের পৃথিবী
জ্বলে আর নেভে----


             

কুয়াশা (KUWASHA)













কুয়াশা
কুয়াশায় তোমার মুখ
অনেক আগেকার দিনের মত
মন-খারাপ-করা বিকেলে
অধর ছুঁয়ে কথা দিয়েছিলে
তবু
ফিরে তো এলেনা আর ----
তাই
যে পথ চলে গেছে
না-ফেরার সাথে মিশে
চলি বাকিটা জীবন
শুধুই কি কোনো নিরুদ্দেশে ?

Saturday, 2 December 2017

কৌটো (KOUTO)


কৌটো


 আমি একটা ভ্রমর ধরে  কৌটোতে রেখেছিলাম
যে সে ভ্রমর নয়, পরাণ  ভোমরা ।
কার? সে কথা নাহয় না-ই জানলে । 
আজো সেই কৌটো তেমনি বন্ধ আছে
কেউ খোলেনি।
খুলবে কি করে? 
আমি সেই কৌটোটাই যে
হারিয়ে ফেলেছি। 

ভিন গ্রহের আমরা (BHIN GROHER AMRA)

ভিন্ গ্রহের আমরা

 তখন 
জলের নিচে উৎসবের আলো জ্বেলে  
দক্ষ সাঁতারুর মতো অভিনয় করেছিলে !
জানতে দাওনি তুমি সাঁতার জানোনা,
অভিনয়ও।
এতই নতুন তুমি এজগতে
তোমার সব ছলনাই
প্রকৃত বলে মনে হয়। 
এ তোমার ফেলে আসা অন্য গ্রহের প্রভাব বই তো নয়
তাই 
ভিন্ গ্রহের আমরাও তোমাকে
স্বাগত জানিয়েছি 
তোমার ছলনাজালে 
বন্দী হবো বলে...। 

Thursday, 30 November 2017

তারা ( TAARA)

                   





শেষ তারাটি নিভে যাবার কালে
বলে গেল 'আসছে জনম 
জ্বলব তোর কপালে।'



                                      

Wednesday, 29 November 2017

ইচ্ছে -ডানা (ICCHE_DAANA)



ইচ্ছে -ডানায় ভর করেছি
চাইনা এ রাত সকাল হোক
কোথায় গেলে ফিরে পাবো 
স্বপ্ন দেখার সেই দুচোখ ? 


           

Tuesday, 28 November 2017

বাঁশি (BNAASHI)

   কোনও এক বাঁশির সুরে সুরে 
দূর দূরান্তে  হারিয়ে যাও 
মনে হয় কোথাও
এজন্মে দেখা হল না আর 
তোমায় - আমায় ...।

শেষ হলেই কি আর শেষ হয়?
তার  মধ্যে আছে শুরুর সংকেত
একথা মনে করতে তবে 
এত কিসের ভয় ?

তোমার মুখ ( TOMAR MUKH)
















          আমি কখনও দেখিনি তোমায় 
     দেখেছি শুধু এক সাদা ক্যানভাস
         আজ ওই ক্যানভাসে
           আমি এঁকেছি তোমার মুখ ...

























Sunday, 26 November 2017

চিরদিন (CHIRODIN)






 
চিরদিন (CHIRODIN)

অন্তরে শুধু ব্যবধান কয়েকটি চিন্তাসূত্রের ।
    যেভাবে দেখে এসেছি এতকাল
আজ কি তাকে বিদায় দেবার
সময় সমাগত? 
এতদিন ছিলে কতরূপে
কাল তাহাদের সকলকেই
দিয়ে এসেছি বিসর্জনের জলে
এবার শুধুই অন্ধকারে
একা জাল বোনা ...।
এবার কি আরও এক 
একাকী হৃদয় 
আমাকে সন্ধান করে ফিরে
সহসা নিজেরই মধ্যে
খুঁজে পেলে চিরদিনে? 

পটভূমি (POTOBHUMI)







                            কেন এমন হয় ?
        চারিদিকের ধূসর পটভূমি 
        সবুজ রঙে রঙ্গিয়ে দিতে 
         সারাজীবন লাগলোই নাহয় !!

Saturday, 25 November 2017

ছন্দ (CHHONDO)

    

              হয়তো আবার কোনদিন যাবো
               ওই পথটুকু বেয়ে ...
               যেখানে চলার ছন্দ ফুলের
               পাপড়িতে আছে ছেয়ে ।

শপথ ( SHOPOTH)













                         সে কোন চলার পথ ----
                তোমার সাথে নিয়েছিলাম 
                   অজানা শপথ ----




                                            

Thursday, 23 November 2017

স্বচ্ছ (SWACHHO)




  স্বচ্ছ


এতো স্বচ্ছ এ নদীর জল,
কথার সত্যি -মিথ্যে,
এপার- অপার
সবি দৃশ্যমান ।


শুধু   



তুমি  মুখ ফেরালে যখন,

সকাল -সন্ধ্যে  জীবন-মরণ
সব রয়ে গেল সমান।। 

Wednesday, 22 November 2017

মিনতি ( MINOTI)


মিনতি

কান্না টুকু আমার কেবল 
তোমার জন্যে রেখো 
হাসিখানি থাকুক ভোরের 
ঝলমলে আলোয় ...।

Wednesday, 15 November 2017

জিয়নকাঠি (JIYONKATHI)


জিয়নকাঠি

শিয়রে ছিল জিয়নকাঠি 
আর ছিল রাত আঁধার
গান ছিল ঘুমভাঙ্গানিয়া
ভাঙল কি ঘুম রাজকন্যার ?

আলো (AALO)



আলো (AALO)

শুধু একটি আলো মনের ভিতর 
গান হয়ে বেজেই  চলেছে...
আমি সেই সুরটি দিয়ে
আমার অনামিকা সাজিয়ে নিয়েছি।

অনেক সন্ধ্যা , অনেক সকাল
প্রতিশ্রুতির অনেক রঙিন মেঘ
আকাশকে করেছে আলিঙ্গন ।
জানিনা কখন সেই অনামিকার আলো 
টুপ করে ঝরে পড়ল
আঁধারের কালো দিগন্তে।

মন তখন হেসে তাকালো
মাথার ওপর
 আলোর আকাশের দিকে। 
             






                     

Sunday, 12 November 2017

ইচ্ছা (ICCHA)


         

            ইচ্ছা

            আমি তোমার গলার হারে
        চাইনে মোতি হতে 
        ভেসেই যাবো তোমার চোখের 
         অশ্রুজলের স্রোতে ।

Monday, 6 November 2017

নবজন্ম (NOBOJONMO)



 নবজন্ম 
আরেকটা দিন, আরেকটা রাত, 
অনেক ভালোবাসা  ----
আরো খানিক এগিয়ে যাওয়া 
নবজন্মের আশা ।।

                   



                               

Wednesday, 1 November 2017

বিসর্জন (BISORJON)

                    

বিসর্জন

এবার আরাধনার কাল শেষ
বিসর্জনের বাজনা দূরে কোথাও বাজে
শুধু মন্দির -প্রাঙ্গণে একটি স্তিমিত প্রদীপ
বিচ্ছেদের গান গেয়ে অশ্রুধারায় সাজে...। 


Saturday, 28 October 2017

দূরপথে (DOORPAWTHE)


দূরপথে

তুমি আছো কি না আছো দাঁড়িয়ে এখনো 
সেকথা ভাবি না আর -----
তবু খোলে কি না খোলে সেই করাঘাতে 
সমুখে রুদ্ধদ্বার ...। 





Wednesday, 25 October 2017

নাও (NAO)



নাও 

ময়নামতী , ময়ূরপঙ্খী , 
যাও ভেসে দূর পারে
আমায় একা রেখে যেয়ো 
অশ্রু -ঝরা কিনারে

দুর্যোগ (DURJOG)


দুর্যোগ


এ তীব্র দুর্যোগে তোমার মুখ
নবমী নিশিভোরের মতোই আঁধার
তবুও বুকের মাঝে কান্নার সুরে
'যেওনা , যেওনা, ' বলি বার বার...।

Sunday, 22 October 2017

অশ্রুজল ( OSRUJOL)

 এ আমার  শূন্য জীবনে  
সঞ্চয়ে রেখেছি যে বিষম তরল
অতল সমুদ্রের মত লোনা সেই 
অফুরান অশ্রুজল ---

Saturday, 14 October 2017

ত্রিনয়নী (TRINIYONI)



ত্রিনয়নী তিন দুর্গা,
লক্ষ্মী সরস্বতী, 
তাদের চোখে জল নেইকো,
কাঁদলে ঝরে মোতি ।


ত্রিনয়নী তিন দুর্গা,

লক্ষ্মী সরস্বতী, 
সমুখ পথে চলতে যেন 
হয় না কোনো ক্ষতি




প্রত্যাবর্তন (PROTYABORTON)



প্রত্যাবর্তন (PROTYABORTON)

 এতোটা পথ পেরিয়ে এসে দেখি
ক্লান্তি যত মিলিয়ে গেল ...একি! 

একটা বাড়ি আমার দিকে মুখ ফিরিয়ে
শেষ সরণির বাঁকে.
দাঁড়িয়ে আছে, মায়ের হাসি
যেমন জেগে থাকে।

Friday, 29 September 2017

বেদনা (BEDONA)

স্মৃতিপথে তব মুখ দূরে আবছায়া
তবুও  গেলো না আজো  বেদনার মায়া ।

Thursday, 21 September 2017

আবেদন (ABEDON)





ময়নামতী , ময়ূরপঙ্খী , 
যাও ভেসে দূর পারে
আমায় একা রেখে যেয়ো 
অশ্রু -ঝরা কিনারে

Wednesday, 20 September 2017

ক্ষত (KHAWTO)



বুকের  মধ্যে হাজার ছুরির ক্ষত 
তবু তোমায় মনে পড়ে 
পুরনো প্রেম বুকে ধরে 
আবার হাসি আগের দিনের মত 

Saturday, 16 September 2017

জরিপ (JORIP)



জরিপ 

আমি কোনোদিন বলিনি কো 
আমায় মুক্তি দিতে ----
বিফল টানে  ছিঁড়ে  গেল
প্রেম - জরিপের ফিতে !!----

Sunday, 10 September 2017

দেশ (DESH)



দেশ


আমি এখন মায়াসাগরের তলদেশে।
পৃথিবী কেমন দেখতে
আমি ভুলে গেছি।

আমি আছি মুক্তা-প্রবালের অন্তরীক্ষে।
এখানে আকাশ নেই
তবু নীল---আরও নীল---
শুধু নীলের এই দেশ...। 
এখানে প্রাণীদের তারার মতন চোখ 
তাতে প্রেমও নেই, ঘৃণাও ---
ভাগ্যিস ওরা ভাষা শেখেনি ----
তাই
  ওরা হাসেও না, কাঁদেও না---

পৃথিবীর মতো হাসিকান্নার জগত ছেড়ে
আমি এখানে বেশ আছি ...
একরকম স্বেচ্ছা-নির্বাসনই বলা যায় ।

যেতে চাই না আর ফিরে
ঐ পৃথিবীর সব-পেয়েছির
সব-হারানোর মাটিতে।

নীল আয়না (NEEL AYNA)


নীল আয়না


তুমি আয়নায় কাকে দেখো?
যাকে কোনোদিন কল্পনায়
বা স্বপ্নে
মনের মাঝে কোন স্থানই দাওনি?

এতদিন চিন্তার চোরাস্রোত বেয়ে
সে কখনো আশ্রয় চায়নি এই মনে
তাহলে আয়নার প্রতিবিম্ব হয়ে
আজ সে কেন এলো
রাতের ঘুম কেড়ে নিতে?

কেন আয়নার দিকে চেয়ে
তুমি হাসলে সে কাঁদে
তোমার চোখে জল দেখা দিলে
তার চোখ ওঠে হেসে?

তাহলে ওই আয়নাটাই
তোমার পরম শত্রুকে
বুকে ধরে লালন করেছে এতকাল?

চোখে-ঠোঁটে বিষ নিয়ে
সে তোমার  হৃদয়কে করেছে মৃতপ্রায়
আজ তোমার ভাবনায় সেই বিষ

          নীল......

Tuesday, 5 September 2017

চোখ (CHOKH)

চোখের ভাষা পড়তে শেখো
ভালোবাসার বাসা ===
এতেই মরণ, এতেই জীবন
এতেই কাঁদা- হাসা ।।

Friday, 25 August 2017

ডরাই (DORAI)



ডরাই 

বড় ডরাই 
সেই পাতা-শির-শির
বকুল বীথির পথ -----
মনে হয় এখনো তুমি আমার 
পাশে-পাশেই আছো -----

বড় ডরাই
সরোবরের নিটোল জলে
চাঁদের ছায়াছবি ----
মনে হয়, তুমি আজো 
আমার চোখে
অপলকে  চেয়ে -------


বড় ডরাই
ঐ মোরাম-পাতা পথে 
বুকের মধ্যে ঢেঁকির পাড় ----
মনে হয় আমার দুহাত তোমার হাতে 
তেমনি ধরা আছে !


Wednesday, 16 August 2017

বৃষ্টিসুবাস (BRISHTISUBASH)




বৃষ্টিসুবাস (BRISHTISUBASH)

আমি অন্ধকারে একা 
অনুভবের দেশে
তুমি বন্ধ্যা ভূমির অন্তরে 
নীরবে অশ্রু ঝরিয়ে যাও। 

নৈঃশব্দে্র শেষের প্রহর গুণে 
ভোরের আলোর সন্ধিক্ষণে 
নদীর বুকে  আশার নৌকা বাও। 

Saturday, 5 August 2017

ঝিলম (JHEELAM)

                                 


                                                 ঝিলম 

আমি যেদিন হলাম 
তোমার স্রোতস্বিনী ঝিলম
সেদিন থেকে তোমারি পথ 
নিজেই বেছে নিলাম।









Saturday, 29 July 2017

খেলা (KHELA)


খেলা (KHELA)

পেয়ে হারানো, হারিয়ে পাওয়া ,
জনম- খেয়ার নৌকো বাওয়া,
এই আমাদের চিরকালের
লুকোচুরির খেলা ...

মেঘের আদর জড়িয়ে মনে
ডাক দিয়েছি সঙ্গোপনে
এসো আমার খেলার বনে
আজকে সকালবেলা ।।

Friday, 28 July 2017

পুতুল (PUTUL)


পুতুল 


কাচের পুতুল যখন ভেঙে গেল----
ভাবলাম আর পুতুল খেলবো না ...
ডানাতে ভর করে প্রজাপতি
ভোরের আলোয় চোখ মেলবো না ।

Friday, 21 July 2017

চাঁদ (CHAND)


চাঁদ  (CHAND)

'আমি একদিন খুব শিগগির 
চাঁদকে বাড়িতে নিমন্ত্রণ করব'----

এই কথা ভেবে ভেবে 
কাটিয়ে দিলাম অনেকগুলো
অমাবস্যার রাত...।

আর একদিন

তারাদের মজলিসে 
হারিয়ে যেতে যেতে 
অঙ্গে জড়িয়ে নিলাম
তারাদের চুমকি-গাঁথা
সমস্ত  আকাশ ।।

Monday, 10 July 2017

ডানা (DANA)




         

   ডানা      

        

 সমুদ্র তো আছেই কাছে
 তীরে  বসে ঘর গড়ি ----
ওড়ার ডানা কবেই আমায়
দিয়ে গেছে এক পরী ।

একটি মোতির আভায় দুচোখ
রঙ্গিন হয়ে আছে-----
নেশায় বিভোর এ মন আমার,
আকাশ কোলের কাছে।

এবার শুধুই জীবন নিয়ে
ভাঙা - গড়ার খেলা,
অথির পাখায় ভর করে আজ
শুধুই ওড়ার  পালা ।

Saturday, 1 July 2017

অবুঝ মন (AWBUJH MON)


অবুঝ মন

বৃষ্টি ঝরছে
অঝোর তোমার কথা,
আকুল তোমার স্মৃতি
অকূল তোমার মন---- 

একেলা শিথানে
অবুঝ অশ্রুজল
ব্যথার সোহাগ ঘিরে 
অপলক এ জীবন ।।

মিছিমিছি (MICHIMICHI)



প্রেম যদি থেমে থাকে
দুচোখের পলকের নীচে ---
অধর যে হাসি হেসেছিল
 চিরদিন রবে  কি তা মিছে?

Sunday, 25 June 2017

জগন্নাথ ( JAGANNATH)


জগন্নাথ ( JAGANNATH

অবারিত আজ আষাঢ় ...
মেঘের গরজন ও নয় 
রথচক্রের ঘর্ষণ

কোথায়  চলেছে 
ওই বিশাল রজ্জুবাহিত
পথপৃষ্ঠ - চালিত
মহাযান?

কারো অভিসার-পথে
বিছানো রয়েছে 
অনাবিল প্রেম

সর্বনাশের আখরে রচিত 
সেই প্রেম-লিপিকা
সংকেত বহন করে
সেই অনির্দেশের 

এসো ভয়ঙ্কর , 
সেই শেষের পথে 
আমি নিয়ে চলি তোমায়
যেখানে পরম মরণ
দুহাত বাড়িয়ে 
আছে অপেক্ষায় -----

Wednesday, 21 June 2017

টিয়া (TIYA)


টিয়া (TIYA)

সোনার শিকল ভেঙে
 টিয়া পাখি গেছে উড়ে ----

সাধের টিয়া পাখি গেছে উড়ে ---- 

চোখের জলে ঝাপসা বন 
কান্না - ভেজা আলতো মন 

যতো এগোই, 
ততই হেসে
পালায় গহীন দূরে ।।

Saturday, 17 June 2017

হেঁসেল (HNESHEL)





হেঁসেল (HNESHEL)


আঁশবঁটি - শান, খুন্তির খেল্

জিও বাংলার সাবেক হেঁসেল !!!
জিরেমরিচের প্রাণকাড়া ঝাঁঝ
ভাতের হাঁড়ির গনগনে আঁচ !
থালা - বাটি - হাতা, কৌটো- বোয়েম,
মহাসমারোহে যন্ত্র কায়েম 

শাশুড়ি - মায়ের শাসন - নিদান, 
রসনা - লোভন যত উপাদান!

পানকৌটি ওঠো 'সে ডাঙায় !
চেনা রেসিপির কে কান ভাঙায়?
হারিয়েছো কিছু? খুঁজে কি পেলে?
পরম্পরার সাবেক হেঁসেলে ?

গাছকোমর আর সরষের তেল ----
জিও বাংলার সাবেক হেঁসেল !!!

Thursday, 20 April 2017

তালভঙ্গ (TAALBHONGO)

যে নৃত্যে উর্বশীর তালভঙ্গ হল
সেই কনক নুপুরের ছন্দে
তুমি নেচেই চলেছ অবিরাম
রোজ সকাল- দুপুর- সন্ধ্যে !

সে নৃত্যে আমার মেলে না তাল
সে নুপুর আমার ইশারায়
বাজে না তেমন উল্লাসে
ছন্দ কোথায় মিলিয়ে যায়!





Saturday, 4 March 2017

নিরুদ্দেশের ঠিকানা (NIRUDDESHER THIKANA)


নিরুদ্দেশের ঠিকানা

সেদিন নদীর জলে
দুজনেরই ছায়া পড়েছিল ----
পদ্মপাতায় জল ছিল কি?
জানতাম 
ভোরের আলোয় মিলিয়ে যাবে
রয়ে যাবে 
গতরাত্রের স্বপ্ন ...

তুমি যে কথা দিয়েছিলে
অন্ধকারের হাতে রেখে হাত ----
সে কথা মিলিয়ে গেলো
আলোয় চোখ মেলতেই ।

তাই খুঁজে চলেছি ত চলেইছি ---
আলোয় হারানো রাতটাকে
জানি আর ফিরে পাবোনা...
তবু

হারানোর মজাটা তো ঐখানেই !

Saturday, 25 February 2017

নোনাজল (NONAJAWL)

নোনাজল 

আমি কোনোদিন 
সমুদ্রে স্নান করিনি 
নুনের পুতুল, সাগরজলে
মিলিয়ে যাবো বলে। 


আমি শুধু সমুদ্রকে

চোখের ভিতর ধরে রেখেছি।


আমি কোনোদিন কাউকে বলিনি

আমার দুচোখে এক সমুদ্র
নোনাজল ।

কেউ জানেনা,
আমার বুকে ঢেউয়ের ওঠাপড়ায়
আমার দুচোখ স্নান করে
সেই সমুদ্রের নোনাজলে।

'আকাশ - লজেন্স ' (AAKASH-LOZENCE)

'আকাশ - লজেন্স '

আকাশটা নীচে নেমে এসে আমায় বলল ,
'কি হয়েছে ?'
আমি  বললাম ,
'মন ভালো নেই।'

'এক পশলা বৃষ্টি দেবো
তাও না?'
'দেবো এক আঁচল জোলো হাওয়া'
'তাও না ।'

'দেবো বাজের হলকা 
তাও না?'

'দেবো ছোটোবেলার 
শিল -কুড়োনো বিকেল
সেই গামছা দিয়ে মোড়া
'আকাশ - লজেন্স '
তাহলে কি মন ভালো হবে?'

আমি হেসে উপরে তাকালাম ----
আকাশটা ছেলেবেলার মতো
বন্ধু হয়ে
আরও নীচে নেমে এলো ......

Saturday, 18 February 2017

লগ্ন (LOGNO)

লগ্ন 

শুভ বিবাহের আসরে 
লগ্ন পেরিয়ে গেলোই যখন
জানলার গরাদ ধরে পথ চেয়ে 
আর তাহলে কিসের প্রতীক্ষা ?



এখন তো আর কিছুই 

হারাবার নেই ----
আছে শুধু এই বিনিদ্র রাত
পার হবার শেষ জীবনপরীক্ষা ।


মধুরাত যদি না-ই আর আসে

কাঁটা - পথ ধরে পায়ে-পায়ে চলা ----
তারাদের আলোটুকু সম্বল করে
ভিক্ষের ঝুলি নুড়ি-পাথরে ভরে তোলা। 

Wednesday, 15 February 2017

প্রতীক্ষা (PROTIKHHA)



 প্রতীক্ষা


তোমার -আমার  নিমন্ত্রণের আসর
এই তো সাজানো বিকেলবেলার লনে
সবুজ-নীলের প্রকৃতি কে
কতোদিন পরে কত কাছ থেকে দেখা !
তুমি চাইলে সবুজটুকু তোমার ....
আমার জন্য রইল পড়ে নীল।


মনে পড়ে সেই নীল চাঁদোয়ার আলো ?



সেই রঙে আজ সাজাবো রাতের আকাশ

তোমার সুরভি মাখিয়ে ...।
পাখিদের ঘরে ফেরার কূজন দিয়ে
ভোরের বাতাস খেলিয়ে দেবো
সেই ঘরের জানালাতে
     
         যে ঘরে
কোনোদিন


তোমার পায়ের পরশই  লাগবে না...



শুধু একটি একলা রাত

চৌকাঠে মিলিয়ে থাকবে
চিরদিনের প্রতীক্ষায় ...।।



Tuesday, 14 February 2017

ভ্যালেনটাইন (VALENTINE)

ভ্যালেনটাইন

তুমি আমার ভ্যালেনটাইন!! 
আছে নাকি এমন আইন 
চিরজীবন আমায় ভালোবাসবে ? 

ঝরবে যখন রূপের গ্ল্যামার 
চুলেতে পাক ধরবে আমার 
তখন তো ভাই “বৃদ্ধা” বলে হাসবে !!

খাতা (KHATA)


Sunday, 5 February 2017

নীল সন্ধ্যে (NEEL SONDHE)


নীল সন্ধ্যে

এক সন্ধ্যে চাঁদের ঘরে কাটিয়ে

মেঘের দলে বাড়ি ফিরছিলাম---
এক সন্ধ্যে  এলোচুলে
জানলা খুলে অধীর অপেক্ষা---
ছিলো না তারা, ছিলো আকাশ, 
ছিলো যাযাবর মেঘের দলে
ভেসে যাওয়া অন্ধকারের 
নীল রঙ ।



সেই নীলরঙা বিষ কিন্তু

অধর ছুঁয়েছিল ----
কখন ?



তা তো জানিনা !

আমি তো আর জাগিনি রাত
আর কারও অপেক্ষায় !



Tuesday, 31 January 2017

চিঠি (CHITHI )


চিঠি



এতদিন চিঠির আশায় বসে থেকে থেকে
আজ ঝড়ের সাথে একটি গাছের পাতা 
জানলা দিয়ে উড়ে এলো  হাতে
কী যে বার্তা আনলো জানিনা তা !

লালরঙা ওই ঝরাপাতার সাথে
কী পাঠালে, সেসব তুমিই জানো...
আমি তাকে তুলে নিলাম হাতে
ও যে অনেক আদর মাখানো! 

যত্নে তাকে আমার শাড়ির ভাঁজে
রেখে দিলাম সবার নজর থেকে ---
তোমার চিঠি মধুর ভালোবাসায়
ঘুমের চোখে কাজল দিলো এঁকে ।



Friday, 6 January 2017

সত্যি -মিথ্যে (SOTTI-MITTHEY)


সত্যি -মিথ্যে

অন্ধকারে  সারারাত  মিথ্যে হয়ে জ্বলো ----
সুগন্ধি আতর মাখো সারা গায়ে 
তবুও কি সত্যি ভোলা যায় ?

ভোরের আলোয় কোথায় 
শিশিরবিন্দুর বাস?
সে তো তোমার চোখের 
মুক্তা - দ্যুতি হয়ে 
মোমের আলোয় চরম স্বীকৃতি ....

আবার প্রস্তুতি চলে আগুন হবার
আঁধারকে আলিঙ্গন  করে

মিথ্যেকে সত্যি করে জ্বলার...... 





Monday, 2 January 2017

আলো (ALO)







আলো

সারারাত ধরে শুনেছি 
করাঘাত দরোজায় -----

তবু দোর খুলিনি।

সকালে দোর খুলে দেখি

অন্ধকার মিলিয়ে গেছে
ভোরের আলোয়।

কে তবে এসেছিল?

ফিরে গেছে জীবন-মন
আলোকিত করে?