বালিঘর
আমি বালির ঘরে থাকি ...
সাগর - পারের রাত - জোছনা মাখি ।
কতই ঝড়ে, ঢেউয়ের তোড়ে
বালির প্রাসাদ ভেঙ্গে পড়ে
রোদের তাপে ঝলসানো প্রেম
তাতেই লিখে রাখি...
                   
আমি বালির ঘরে থাকি।।
              
          
আমি বালির ঘরে থাকি ...
সাগর - পারের রাত - জোছনা মাখি ।
কতই ঝড়ে, ঢেউয়ের তোড়ে
বালির প্রাসাদ ভেঙ্গে পড়ে
রোদের তাপে ঝলসানো প্রেম
তাতেই লিখে রাখি...
আমি বালির ঘরে থাকি।।
 
No comments:
Post a Comment