বিজয়া (BIJOYA)
মাটির মুরতি গড়ি , করি চক্ষুদান ---
আমার একেলা ঘরে সম্পদ অম্লান ।
সে প্রতিমা থাকে না তো ঘরের সীমায়
সে চোখ জগত- ময় ঘুরিয়া বেড়ায় ।
আমি যাহা দুই চোখে কভু দেখি নাই
তাহার জাগ্রত আঁখি চেয়ে দেখে তাই।
জীবনের জলছবি পৃথিবীর 'পরে
তাহার দেখার চোখে ঝলমল করে
আমারই লক্ষ্ণণ - রেখা লঙ্ঘিয়া শেষে
আমার প্রতিমা এসে অজানায় মেশে ।
চলে যাবে? রেখে যাও অমল দুচোখ ---
গভীর চলার পথে দিশারিকা হোক ।
No comments:
Post a Comment