পরিক্রমা (PORIKROMA)
আঁধিয়ার কবরীর কেশদাম খুলে
সৌরভে রাত নামে শহরের কোলে
মৃত্যুরে ভুলে গিয়ে আবার জীবন
হাসি কলকাকলিতে খেলিছে এখন ...
তিলোত্তমা কল্লোলিনী অষ্টমী নিশি
নির্বাক প্রতিমা 'পরে সবাক প্রতিবেশী ।
আরো আছে চুপ- কথা না-মেটার সাধ
অলিগলি বাতায়নে প্রবেশ অবাধ
ভোর হল , দোর খোলো কাহিনী্র শেষে
বিদায়ের শেষ কথা দাও ভালোবেসে ।
No comments:
Post a Comment