ওগো নবনীচোরা,
তুমি রন্ধ্রে রন্ধ্রে বাঁশরীর চোরাস্রোতে
বেদনা বাজাও, ঝরাও আনন্দাশ্রু -----
হাসিমাখা ঐ অধরে তোমার
ব্যথাতুর শ্রাবণ তামসী ঘোরা ---
আ্সো যখন কাঁটার পথে
পা ফেলে বন্ধুর দ্বারে
বক্ষলগ্ন প্রেমিকা তখন
জীবন-সরসী পার হয়ে
লক্ষ জন্ম লয় তোমার কোলে-----
তুমিও সহস্র - দিনের লীলাখেলা সেরে
তাকে তুলে নাও অধরে তোমার
বাজাবে বলে, কাঁদাবে বলে -----
তুমি রন্ধ্রে রন্ধ্রে বাঁশরীর চোরাস্রোতে
বেদনা বাজাও, ঝরাও আনন্দাশ্রু -----
হাসিমাখা ঐ অধরে তোমার
ব্যথাতুর শ্রাবণ তামসী ঘোরা ---
আ্সো যখন কাঁটার পথে
পা ফেলে বন্ধুর দ্বারে
বক্ষলগ্ন প্রেমিকা তখন
জীবন-সরসী পার হয়ে
লক্ষ জন্ম লয় তোমার কোলে-----
তুমিও সহস্র - দিনের লীলাখেলা সেরে
তাকে তুলে নাও অধরে তোমার
বাজাবে বলে, কাঁদাবে বলে -----