সাহসিকা
তুমি ছাতা দিয়ে মেঘবৃষ্টি আড়াল করো
তোমার চোখের আড়াল দিয়ে
আমার শরীর ভেজে।
শ্যাওলা -ঘেরা ঘাটের পথে
একা চলি, জানিনা কার
অভিসারে----
আমার সঙ্গে চলে কে যে
নাম জানিনা তার -----
দেখেছি তার কাঁখে কলস
পায়ে রূপোর মল -----
ললাটে আঁকা অলকা- তিলকা ।
মেঘবৃষ্টি কিছুই মানে না সে
সেও কি আমার মতোই
অভিসারিণী ?
আমিও যদি হতে পেতাম
তেমন সাহসিকা----
শ্যাওলা -ঘেরা পিছল ঘাটে
পথ হারাতাম না ।
তুমি ছাতা দিয়ে মেঘবৃষ্টি আড়াল করো
তোমার চোখের আড়াল দিয়ে
আমার শরীর ভেজে।
শ্যাওলা -ঘেরা ঘাটের পথে
একা চলি, জানিনা কার
অভিসারে----
আমার সঙ্গে চলে কে যে
নাম জানিনা তার -----
দেখেছি তার কাঁখে কলস
পায়ে রূপোর মল -----
ললাটে আঁকা অলকা- তিলকা ।
মেঘবৃষ্টি কিছুই মানে না সে
সেও কি আমার মতোই
অভিসারিণী ?
আমিও যদি হতে পেতাম
তেমন সাহসিকা----
শ্যাওলা -ঘেরা পিছল ঘাটে
পথ হারাতাম না ।
No comments:
Post a Comment