গোধূলি GODHULI
আমি অনেকদিন আকাশ দেখিনি
দেখিনি গোধূলি-বেলায়
কী রঙে সেজে ওঠে
নববধূ 'আশমানি'?
আজ দেখলাম তার
বিবাহলগ্ন আসন্ন ।
এমন লজ্জান্ম্র রাঙা আকাশ
আগে কোনোদিন
চোখে পড়েনি আমার।
যেন লাল ঘোমটায় মুখ ঢাকা এক কনে-----
তার নীল বেনারসিতে খচিত
চন্দ্র -সূর্য- তারার হিরেমানিক-----
সে রয়েছে তার জীবনের
পরম লগনের অপেক্ষায়
কখন আসবে সেই বাঞ্ছিত শুভক্ষণ
সাদা মেঘের মালা গলায়
নীল চাঁদোয়ার নীচে?
আমি অনেকদিন আকাশ দেখিনি
দেখিনি গোধূলি-বেলায়
কী রঙে সেজে ওঠে
নববধূ 'আশমানি'?
আজ দেখলাম তার
বিবাহলগ্ন আসন্ন ।
এমন লজ্জান্ম্র রাঙা আকাশ
আগে কোনোদিন
চোখে পড়েনি আমার।
যেন লাল ঘোমটায় মুখ ঢাকা এক কনে-----
তার নীল বেনারসিতে খচিত
চন্দ্র -সূর্য- তারার হিরেমানিক-----
সে রয়েছে তার জীবনের
পরম লগনের অপেক্ষায়
কখন আসবে সেই বাঞ্ছিত শুভক্ষণ
সাদা মেঘের মালা গলায়
নীল চাঁদোয়ার নীচে?
No comments:
Post a Comment