আমার ফুলের বাগানে কখনও ফোটেনি ফুল
কোনো প্রজাপতি ডানা মেলে রঙ ছড়িয়ে
ভাসেনি পাতার সবুজে
আমার পায়ের নিচে
ঘাস নেই...।আছে কাঁটা...।।
আছে মাটি...।রক্ত দিয়ে ধোয়া ...
আমার জানালা দিয়ে কখনও আসেনি আলো
আকাশও দেয়নি ডাক
ছুটির দিনের ছোঁয়া দিয়ে...।।
আমি এই একলা দিনে
ঊষর মাটির উপর
পড়ে আছি কার অপেক্ষায় ?
কোনো প্রজাপতি ডানা মেলে রঙ ছড়িয়ে
ভাসেনি পাতার সবুজে
আমার পায়ের নিচে
ঘাস নেই...।আছে কাঁটা...।।
আছে মাটি...।রক্ত দিয়ে ধোয়া ...
আমার জানালা দিয়ে কখনও আসেনি আলো
আকাশও দেয়নি ডাক
ছুটির দিনের ছোঁয়া দিয়ে...।।
আমি এই একলা দিনে
ঊষর মাটির উপর
পড়ে আছি কার অপেক্ষায় ?
No comments:
Post a Comment