শ্রাবণ
বৃষ্টি থেমে গেছে।
এবার তুমি এ ঘর ছেড়ে
অনেক দূর যেতে পার।
এ দূর সে দূর নয়
যা ফিরে আসার পথটুকু
ধুলোয় মিশিয়ে দেয়
এ দূর সেই দূর
যা তোমার চুলের স্মৃতিরেখা
আঁধার- আলোয় মিলিয়ে দেয়।
আয়নায় চোখ মেলো যখন
চিনতে কি পারো
সেই দুরের পথের চলার ছন্দ ?
যা বার বার ফিরে আসে
তোমাকে ফিরিয়ে দেবে বলে
মেঘভেজা সেই আকাশের
আশ্রয়ের কোলে ...
বৃষ্টি থেমে গেছে।
এবার তুমি এ ঘর ছেড়ে
অনেক দূর যেতে পার।
এ দূর সে দূর নয়
যা ফিরে আসার পথটুকু
ধুলোয় মিশিয়ে দেয়
এ দূর সেই দূর
যা তোমার চুলের স্মৃতিরেখা
আঁধার- আলোয় মিলিয়ে দেয়।
আয়নায় চোখ মেলো যখন
চিনতে কি পারো
সেই দুরের পথের চলার ছন্দ ?
যা বার বার ফিরে আসে
তোমাকে ফিরিয়ে দেবে বলে
মেঘভেজা সেই আকাশের
আশ্রয়ের কোলে ...
No comments:
Post a Comment