Subscribe in a reader GAN KOBITA NATOK: দোলন- কেদারা ROCKING - CHAIR

Friday 12 August 2016

দোলন- কেদারা ROCKING - CHAIR

ওই যে দোলন- কেদারা 
ও কি আজ নিজে- নিজেই দোলে?
কেউ তো বসে নেই তাতে -----

একদিন তুমি ছিলে,
ছিল তোমার হাতে কুরুশ- কাঁটার বোনা 
মনের সুখে দুলত তোমার 
দোলন- কেদারা ।।

লেসের জাফরি- কাটা বুনন
তোমার হাতের থেকে
লম্বা হতে হতে ছুঁয়ে যেতো মাটি ।


তোমার সেই হাতদুটি আজ
 নিথর আলোর দেশে  -----
থেমে গেছে শূন্য দোলন- কেদারা----

আজ এ ঘরে এসে 
বড়ই একলা আমি
শুধু চোখদুটো চেয়ে থাকে 
ঐ একলা কেদারার দিকে।

ঘরের মধ্যে সময় থেমে গেছে-----
দুলতে দুলতে কখন স্তব্ধ হয়ে গেছে----
তোমার  দোলন- কেদারা ..



No comments:

Post a Comment