তোমার হাত থেকে
এক আঁজলা জীবন উপহার পেতে চাই
তা সে উপলক্ষ্য যাই হোক।
হয়তো আলসেতে বসে একজোড়া পায়রা
বা টিলার উপর এক একলা শালিক
জীবনের প্রথম মানে খুঁজে পেলো
মিলনে বা বিচ্ছেদে ----
হয়তো মিলনেও না , বিচ্ছেদেও না,
নদী বয়ে চলে
জীবনে -জীবন মেলাবার আশায় ---
হয়তো সেই জীবন উপহার পেতে চাই
তোমার কৃপণ হাত থেকে।
জানি তুমি অলক্ষ্যে হাসো ----
সেইটুকু্ই পরম পাওয়া
যে জীবন চেয়েছি বেদনাকে
চরম ভুলতে চেয়ে
নদী, কপোত, একলা শালিকের মতো
প্রেমে, অপ্রেমে ----
সে জীবন আমার কাছে
যুগল বিষামৃত
সে জীবন মরণকে বুকে ধরে
প্রতিক্ষণে বয়ে চলেছে
জীবনশেষের মোহানায়
মিশবে বলে -----