আমার জীবন তোমার নামে নিকোনো এক ঘর
তাতে বসার শীতলপাটি
ডাবের জলে পূর্ণ ঘটি
ঠাণ্ডা শ্যামল কোমল মাটি
স্নেহের নীড়ে দুয়ার আঁটি
বাস করে যান চিরদিনের
পার্বতী - শঙ্কর ।
তুমি যেদিন আসবে ঘরে, হবে স্বয়ংবর ।
ভরবে আলোয় চারিটি দিক,
সোনায় রূপায় খেলবে ঝিলিক
খুশির জোয়ার ডুবিয়ে দিক
মধুর আবেশ ভরিয়ে নিক
দিনগুলি সব, রূপকথারই
মানিক-জহর ।।
তাতে বসার শীতলপাটি
ডাবের জলে পূর্ণ ঘটি
ঠাণ্ডা শ্যামল কোমল মাটি
স্নেহের নীড়ে দুয়ার আঁটি
বাস করে যান চিরদিনের
পার্বতী - শঙ্কর ।
তুমি যেদিন আসবে ঘরে, হবে স্বয়ংবর ।
ভরবে আলোয় চারিটি দিক,
সোনায় রূপায় খেলবে ঝিলিক
খুশির জোয়ার ডুবিয়ে দিক
মধুর আবেশ ভরিয়ে নিক
দিনগুলি সব, রূপকথারই
মানিক-জহর ।।
No comments:
Post a Comment