Subscribe in a reader GAN KOBITA NATOK: মাঝি MAJHI

Tuesday, 10 May 2016

মাঝি MAJHI




একসমুদ্র ভয়ের আঁচল বুকে 
দুকূল জুড়ে নদী উথাল-পাথাল ---
নৌকো বাওয়া হলো না আর জলে ,
পাড়  ভাঙছে ,----মাঝি সামাল-সামাল !!!

নদীর তীরে তোমার-আমার ঘর ,
তুলসী -তলায় প্রদীপ সন্ধ্যাকালে -----
মৌন আলোয় জ্বলছে মুখর চোখ ,

ভালোবাসার আগুন অন্তরালে। 

এমন দিনে নাও বাইতেও রাজি 
উজান বেয়ে নদী ফল্গুধারা -----
মাঝি তোমার দোল-লাগানো তরী 
এমন কেন বাইছো পাগলপারা?

No comments:

Post a Comment