তুমি আমার দুচোখে
আয়নায় নিজেকে অনবদ্য দেখো
আমি দেখি সারি সারি গাড়ির মিছিল
তোমার রেশমি শাড়ির সিগনালে  আটকে 
অপেক্ষায়  আছে,.....
লাল, নীল বাতির ঝলক -----
একটি গরিব মানুষ্ 
নিজের হাতে নৌকো বানিয়ে 
এগিয়ে দিচ্ছে 
তোলার  জন্য ---------
তোমার নখ- রঞ্জনী আরো সিগনাল হয়ে 
তীব্র হচ্ছে অধীর বাসের হর্ন  ----
আমি আরো অনবদ্য দেখি 
দেমাকি তোমায়। ..
ইউমী আমার দুচোখে 
ঝাপসা আয়না ভেঙ্গে চুরচুর -----

 
No comments:
Post a Comment