Subscribe in a reader GAN KOBITA NATOK: কান্না KANNA

Wednesday, 11 May 2016

কান্না KANNA


কান্না KANNA


যতই কেঁদে বেড়াও ,---এ জল থেকে ও জল
দিঘি বাড়বে বই কমবে না  ---
কাগজের নৌকা ভাসাও  জলে
 জল বইবে বই থামবে না।

জল যদি শুকোয়, অন্ধ হবে চোখ -----
কান্না কিন্তু হবে না শেষ -----

এ কি তেমন কান্না?যাতে
রাধার বকুলমালিকা  যায় ভিজে-----
বিষ্ণুপ্রিয়া ধোঁয়ার অঞ্চলে চোখ মোছেন ,
সীতাহারের একটি করে মোতি
কমে যায়??

No comments:

Post a Comment