আমি যদি তোমার জন্য পাগল হই 
তুমি কি হাসবে?
নাকি
লাল রুমাল নেড়ে চলে যাবে আমার সামনে দিয়ে? 
যদি একরাশ রজনীগন্ধার বন থেকে 
ভালোবাসা কুড়িয়ে এনে 
তোমার দরজায় এসে দাঁড়াই
তুমি কি ফিরিয়ে দেবে?
আসলে
এসব আমার জীবনে তেমন মানেই রাখেনা
এসব আমার জীবনের লক্ষ্যও না 
যেমন চেয়েছিলাম তোমার ঠোঁটের
ভুবনভোলানো সেই  হাসিটুকু
আজ ওইটুকু সম্বল করে ফিরে চলেছি
আমার ভাঙ্গা জীবনের অন্ধকুপে
বাকিটা  জীবন ওই ফুলের গন্ধ ----
ওই হাসি ----
চোখের তারায় তারায় ভরে
কাটিয়ে দিয়ে চলে যাবো
চির-নিরুদ্দেশের পথে-------  
 
No comments:
Post a Comment