শব্দ
ঘুমের ভিতরে  ? স্বপ্নে?
কোনো রাতচরা পাখির ডাক 
মনে করে দিয়েছে কি 
তুমি একা------
চিরদিন তুমি একা-----?
চিরদিন তুমি একা-----?
কখনো দেখেছ কি 
নদী  কেমন একা একা বয় ?
সে জানে তীরে যারা ভিড় করে 
তারা তার কেউ নয়....
কোনো বাজপড়া গাছ 
যেমন করে কথা কয় রাতের সাথে 
তেমনই  আমিও কথা কই 
গভীর রাতের শব্দ কানে লই 
একা জেগে থাকি নিজের মনের কথা 
শুনব বলে ------
 
No comments:
Post a Comment