তাকে লোকে অর্ধেকটা চেনে 
আয়নায় সে  ধরা পড়ে অর্ধেক
স্বপ্নে ক্ষণিক এসে সে জাগিয়ে দিয়ে যায় 
আর আধেক হাসি লেগে থাকে 
তার অধরের একটি  কোনায়।..
বাকি অর্ধেক সে থাকে
তোমার-আমার কল্পনায় ।।
তাকে জানতে চেয়ো না পুরোপুরি !
থাক্ সে
খানিক জানায় ,খানিক অজানায়-----
তাকে ধরতে  গেলে হারাবে সবটুকু----- 
যেটুকু সে  মন ভরিয়ে যায় , 
 সেইটুকু নাও খুশি হয়ে। ..
 শুধু সেইটুকু রাখো জল্পনায় 
বারি অর্ধেক রেখো
তোমার-আমার কল্পনায় ।।
বারি অর্ধেক রেখো
তোমার-আমার কল্পনায় ।।
 
No comments:
Post a Comment