আবিষ্কার
তোমার লতাবিতানে ফুটেছিল একটি নীরব ফুল
কেউ দেখেনি , স্পর্শ করেনি তাকে -----
দিনমানে একা সে করেছিল সুগন্ধ বিকিরণ ,
কেউ দুহাতে মাখেনি তার ঘ্রাণ ------
মিলিয়ে যাবার আগে তোমার বাতায়ন -তলে
তোমার পায়ের স্পর্শে আবার তার জেগে ওঠা -----
তুমি তুলে নিলে বুকে তাকে
শেষ -বিদায়ের ক্ষণে -----
দুহাতে জড়িয়ে সুগন্ধ নিলে তার ----
ঝরে যেতে যেতে তোমার কোলে
সে পেল এই জনমের প্রথম অভিধা
তোমার জীবনে তার আবিষ্কার
তার জন্মের শেষ মধুর পুরষ্কার ------
No comments:
Post a Comment