Subscribe in a reader GAN KOBITA NATOK: একা EKA

Thursday, 21 April 2016

একা EKA




আমাকে কেউ খেলতে নেয় না কেন?
আমি সকালের আকাশে রাতের তারা গুনি
নদীর জলে এত যে শাপলা - শালুক
আমি কেবল সাগরে মুক্তা খুঁজি।

যদিবা  কখনো ্কোনো বৃষ্টি-রাতে
আমার দুচোখ ভেজে অঝোর- ধারায়
পূর্ণিমা -চাঁদ ধুয়ে যায় মায়া-  হাসিতে---
কান্না আমার মোছে না তার আঁচলে

আমার জন্যে কারো অপেক্ষা নেই
দরজা খুলে ব্যাকুল পথ-চাওয়া ----
শীতলপাটি পাখার বাতাসটুকু ---
থাক্ তোমাদের, আমি মিলিয়ে  যাই

ওগো আঁধার, ওগো পরম সাথী
ওগো আমার তারায়-ভরা রাতি
তুমিই শুধু রয়েছ আমায় নিয়ে
চিরজনম বাহুর পাশে ঘিরে।

No comments:

Post a Comment