'আমায় ছেড়ে থাকতে পারবে তুমি?'
তখন তো না ভেবেই বলা
ছেলেমানুষি ঢঙে -----
আজকের মত এত সত্যি
ব্যাপারটা হবে একথা কি ভেবেছিলাম
কোনোদিন?
হয়তো তুমিও ভাবতে পারোনি এভাবে
হয়তো কেউ হেসেছিল অলক্ষ্যে-----
মনে- মনে হাসিটাকে কান্নায় পরিণত করতে
লেগেছিল উঠেপড়ে-----
হায় পোড়াভাগ্য-----এত ভেবে শেষমেশ
এই জানলাম------
হাসি আর কান্না একই মুদ্রার দুটি পিঠ !
কখনো হাসি কান্না হয়ে যায়
আর কান্না হয়ে যায় হাসি ----
আমার চোখের জলে হাসির মুক্তাহার
কার জন্য যে গেঁথে চলেছি জীবনভোর
কবে যে তার জীবনে আসবে
সেই ভোর, -------------------
জানিনা ......।।
No comments:
Post a Comment