Subscribe in a reader GAN KOBITA NATOK: একলা EKLA

Tuesday, 26 April 2016

একলা EKLA




আমাকে  কেউ খেলতে নেয় না কেন?
আমি রান্নাবাটির খেলাঘর সাজিয়ে 
বসে আছি চিরজীবন ধরে ...
আমার খেলনাপুতুল
শিশু থেকে কিশোরী হয়ে
বুড়ি হতে চলল ------
জুটল না তার কপালে বিয়ের মালা...।
খেলাঘরের খুন্তি -কড়াই 
কেবল সাজানোই রইল...।

তোমরা কেবল উঠোন জুড়ে
কুমীর -ডাঙায় ব্যস্ত ...।
' ও কুমির ! 
তোর জলকে নেমে-এ-এ-এ- ছি!'
    
ছিঃ!

'এতখানি বয়স হল, জলে নামলি না!
কুমিরে ছুঁল না তোকে একটুও ?
মাথায় উঠল না সিথি-ময়ূর
দুধে-আলতা পায়ে!'

আমি লজ্জা ঢেকে একলা হয়ে থাকি
আসে না সেই গোধূলি-বেলার
সিঁথি-রাঙ্গানো মাহেন্দ্রক্ষণ -----
রজনীগন্ধার গোড়েমালা --

-' ও কুমির ! 
তোর জলকে নেমে-এ-এ-এ- ছি!'
    
ছিঃ!





No comments:

Post a Comment