কয়েক পা শুধুই হাঁটতে এসেছি ,
সঙ্গী যে হয় , হোক্ না----
দু-তিন কদম জীবন সফর ,
হালকা বা দ্রুত চাল ----
দুহাত ধরার অমিল সুযোগ পেয়ে
শুধু দেখাটুকু অছিলা, মোহের ঘোরে ----
এ পথটুকু তোমায় ভরসা মেনে
নির্ভাবনায় আঁধারেতে যাই চলে
তুমি তো ডেকেছ , সাড়াও দিয়েছি আমি...
কদমে-কদম পথ চলি চিরকাল, ----
শপথের মালা দুলিয়েছি ভীরু বুকে,
অচেনা ছন্দ, তালে মিলিয়েছি তাল
শেষ, না শুরু? শুরুর কোথায় শেষ?
গোধূলির রঙে সিঁথির আবির লাল------
সঙ্গী যে হয় , হোক্ না----
দু-তিন কদম জীবন সফর ,
হালকা বা দ্রুত চাল ----
দুহাত ধরার অমিল সুযোগ পেয়ে
শুধু দেখাটুকু অছিলা, মোহের ঘোরে ----
এ পথটুকু তোমায় ভরসা মেনে
নির্ভাবনায় আঁধারেতে যাই চলে
তুমি তো ডেকেছ , সাড়াও দিয়েছি আমি...
কদমে-কদম পথ চলি চিরকাল, ----
শপথের মালা দুলিয়েছি ভীরু বুকে,
অচেনা ছন্দ, তালে মিলিয়েছি তাল
শেষ, না শুরু? শুরুর কোথায় শেষ?
গোধূলির রঙে সিঁথির আবির লাল------
No comments:
Post a Comment