Subscribe in a reader GAN KOBITA NATOK: অক্ষয় তৃতীয়া AKSHAY TRITIYA

Friday 29 April 2016

অক্ষয় তৃতীয়া AKSHAY TRITIYA

অক্ষয় তৃতীয়া


অনেক কান্না কেঁদে
অনেক বেদনা সয়ে
অনেকটা ভার বয়ে
আজ পৃথিবী সর্বংসহা।
যে তরু ছায়া দেয়, ফল দেয় ফুল দেয়,
সেও টানে মাটি থেকে তার জীবনের নির্যাস।
উল্কাপাতের ঝড়ে কত প্রাণী
বিদায় নিয়েছে এই সুখনীড় থেকে
আবার ভরেছে জননীর কোল
নদীরা নেমেছে তুষারের শৃঙ্গ থেকে
মাটিকে ভরিয়ে দিতে পত্রে, পুষ্পে, শস্যে
প্রতিদিন নবজন্মের শঙ্খধ্ধনি জানিয়ে দিচ্ছে
কোন শেষ নেই, প্রতিমুহূ্র্তে উন্মেষ
জীবন অক্ষয়, জননীর রক্ষাকবচে আছে
     জীবনের জয়।

No comments:

Post a Comment