সীতাহরিণ
গোধূলির সোনামেঘে 
আমি সীতাহরিণ দেখেছি ।
তবু
   লক্ষ্ণণরেখার পারে  যেতে সাহস করিনি ।
যেতাম যদি , হয়তো পেতাম
মনের লাগাম খোলা ------
ইচ্ছেহরিণ্ - সীতাহরিণ- মায়া।। 
তোমার জন্য সোনার খনি 
খনন করতে  পারি
কিন্তু দুঃখ এটাই ,
বারণরেখা লাঘন করার শক্তি আমার নাই। 
তাই 
মনের হরিণ লাগাম টেনে 
চরে বেড়ায় রেখার ওপার দিয়ে ।।
মনেই থাকে সোনাহরিণ-সীতাহরিণ-ছায়া ।।
 
No comments:
Post a Comment