সময়
তোমার হাতে উল-কাঁঁটা শেষ কবে দেখেছিলাম ?
ঐ কুরুশে-বোনা আসন টা তো
শেষ হলনা আজও ----
রান্নাঘরের হাতা - খুন্তির শব্দ কানে বাজে,
এখনই কি বিদায় নেবার সময় হলো তোমার?
এ সময় বড়ই অসময়,
আরও অনেক কথা ছিল কওয়ার ---
দোরের পাশে তোমার চটি- জোড়া
বালিশে ঘুমন্ত চুলের সুবাস ---
এখনই কি যাবার সময় হলো তোমার?
ভালো করে বিদায়- টুকুও বলা হল না-----
পেলাম না কো সুযোগ বারেক
চরণদুটি ছোঁয়ার ...
আমার থেকে মুখ ফিরিয়ে
জগত আঁধার করে ----
এই কি তোমার সময় চলে যাবার ?
No comments:
Post a Comment