মুখ
আয়নায় বার বার 
একই মুখ দেখতে আমার ভালো লাগেনা আর । 
বড্ডই পুরনো মুখ, যেন কোন্ আদ্দিকালের ---- 
একই হাসিকান্না, আঁকাবাকা রেখা, 
ফেশিয়াল, রূপটানে এ মুখ বদলাবার নয় 
যুগের অমোঘ দাগগুলি 
প্রকৃতির দেওয়া ---তাকে মেনে নিতে হয়। 
তবু কেন বিদ্রোহ জাগে? মনে হয় আয়নাটা 
চুরচুর করে ভেঙে দিই? 
যতবার সামনে দাঁড়াই, কেন মনে হয় 
আমি কেন আর কেউ নই ???
কেন আর কেউ নই ???
কেন আর কেউ নই ???
 
No comments:
Post a Comment