ভাসিয়ে দিলাম যূথীর মালা নকল মালা পরব বলে
রঙ মেখেছি পাঙাস মুখে আসল ছবি ঢাকার ছলে।
আমি কি আর আমিই আছি ছিলাম যেমন আগের দিনে?
মাথায় ছিল আলতো খোঁপা বাজত কাঁকন রিনিরিনে।
মনের হাসি আর হাসিনা, নকল ঠোঁটে বেরঙ মেখে
কাজল দিয়ে আর সাজিনা বিফল কাচের আয়না দেখে।
আমায় দেখে ভুল বুঝোনা, এ যুগ এখন নকলেরই
এ ধাত যে আজ সয়ে গেছে আবালবৃদ্ধ সকলেরই।
ঝুটো মুখের মিথ্যে আলাপ চলবে কদিন জানি না তা
আমারও তাই আয়োজনে নকল মনের আসন পাতা।
No comments:
Post a Comment