ননদিনী ,আমি শ্বশুরঘরে এসে রান্না শিখলাম না।
আমার মন থাকেনা ব্যঞ্জন-পাকে,
কড়াইতে তেল দিয়ে পটল ভাজতে গিয়ে
কখন যে সুপুরী ভেজে ফেলি,খেয়ালই থাকেনা
আবার তপ্ত কড়ায় তেলে-জলে মিশে গেলে
আমি শুধু শুনি যমুনার কুলুকুলু স্বর
কিন্তু ঘর থেকে বেরোবার যে উপায়টুকুও নেই
ঘর হইতে আঙিনা যে বিদেশ!
পায়ের নূপুর হল সোনার শিকল,কঙ্কণ হাতের বেড়ি
গলার সপ্তনরী হারের ফাঁসে জীবন হল বৈরী।
রইল শুধু যমুনার জল,ডুবিয়া জুড়াব গা------
ননদিনী,আমি শ্বশুরঘরে এসে ঘরই করলাম না!
আমার মন থাকেনা ব্যঞ্জন-পাকে,
কড়াইতে তেল দিয়ে পটল ভাজতে গিয়ে
কখন যে সুপুরী ভেজে ফেলি,খেয়ালই থাকেনা
আবার তপ্ত কড়ায় তেলে-জলে মিশে গেলে
আমি শুধু শুনি যমুনার কুলুকুলু স্বর
কিন্তু ঘর থেকে বেরোবার যে উপায়টুকুও নেই
ঘর হইতে আঙিনা যে বিদেশ!
পায়ের নূপুর হল সোনার শিকল,কঙ্কণ হাতের বেড়ি
গলার সপ্তনরী হারের ফাঁসে জীবন হল বৈরী।
রইল শুধু যমুনার জল,ডুবিয়া জুড়াব গা------
ননদিনী,আমি শ্বশুরঘরে এসে ঘরই করলাম না!
No comments:
Post a Comment