চিত্রার্পিতা , কে মেঘাবরণী
বুঝি শ্যামল-স্মরণে এ বেশ ?
এ মহা-প্রলয়ে পার হবে তুমি
ঝঞ্ঝার বাধা ? যাবে দয়িতের দেশ ?
সাহসিনী, তুমি একেলা এ কূলে
পার হবে নিশি-যামে -----
প্রেম হোক তব পারের তরণী
যেন ঝড়ে নাহি থামে।
তোমার শ্যামল দুস্তর পারে,
বাজে মোহনিয়া--বাঁশি
চোখে তার নীল যমুনার বারি
মুখে প্রেমময় হাসি ।
ওপারে তোমার দয়িতের বাঁশি
তব নাম জপে প্রেমে,
তুমি হয়ে ওঠো শতেক রূপসী
সেই প্রেম-জলে নেমে।
যাও যাও প্রেম , প্রেমিক-সকাশে
ভেঙ্গে প্রস্তর - বাধা ----
মরমী তোমার দূরে নেই আর
ওগো শ্যাম- ময়ী রাধা!
বুঝি শ্যামল-স্মরণে এ বেশ ?
এ মহা-প্রলয়ে পার হবে তুমি
ঝঞ্ঝার বাধা ? যাবে দয়িতের দেশ ?
সাহসিনী, তুমি একেলা এ কূলে
পার হবে নিশি-যামে -----
প্রেম হোক তব পারের তরণী
যেন ঝড়ে নাহি থামে।
তোমার শ্যামল দুস্তর পারে,
বাজে মোহনিয়া--বাঁশি
চোখে তার নীল যমুনার বারি
মুখে প্রেমময় হাসি ।
ওপারে তোমার দয়িতের বাঁশি
তব নাম জপে প্রেমে,
তুমি হয়ে ওঠো শতেক রূপসী
সেই প্রেম-জলে নেমে।
যাও যাও প্রেম , প্রেমিক-সকাশে
ভেঙ্গে প্রস্তর - বাধা ----
মরমী তোমার দূরে নেই আর
ওগো শ্যাম- ময়ী রাধা!
No comments:
Post a Comment